চাপড়া বিলে নৌকাবাইচ প্রতিযোগিতা, দর্শনার্থীদের ঢল

0
চাপড়া বিলে নৌকাবাইচ প্রতিযোগিতা, দর্শনার্থীদের ঢল

টাঙ্গাইলের দৃষ্টিনন্দন বাসুলিয়ার চাপড়া বিলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া স্মৃতি ফাউন্ডেশন বিলে এ নৌকাবাইচের আয়োজন করে।

এসময় স্থানীয়রা জানান, বিকাল থেকে এ নৌকাবাইচ দেখতে দর্শনার্থীদের ঢল নামে বাসুলিয়ার চাপড়া বিল এলাকায়। এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জল ও সড়কপথে লক্ষাধিক মানুষের সমাগম হয়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।

প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা ও টাঙ্গাইলে কয়েকটি উপজেলা থেকে আল্লাহ ভরসা, মায়ের দোয়া, সোনার তরী, ফুলের তরী, আদর্শ তরী, ময়ূরপঙ্খী, পঙ্খীরাজ জলপরিসহ বাহারি নাম ও রঙের ডিঙি, কুশা, সিপাই, খেল্লা, অলংগাসহ কয়েক রকমের অর্ধশত নৌকা অংশ গ্রহণ করে। ছোট, বড় ও মাঝারি নৌকা নিয়ে পৃথক কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে টাঙ্গাইলের ভূয়াপুরের ‘সোনার তরী’ নৌকাটি চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় দেলদুয়ার উপজেলার ‘হিরার তরী’। পরে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের ও জেলা প্রশাসক . মো. আতাউল গনিসহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, সমবায় অধিদপ্তরের মহা-পরিচালক ড. হারুন অর রশিদ বিশ্বাস, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম মোখলেছুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।