রাজধানী থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ঐ দিন ভোর থেকেই ঈদের কাঙ্ক্ষিত টিকিট পেতে গাবতলীর আন্তঃজেলা বাস টার্মিনাল, মহাখালী, সায়েদাবাদসহ বিভিন্ন বাস কাউন্টারে টিকিটপ্রত্যাশীর ভিড় তুলনামূলকভাবে কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটপ্রত্যাশী মানুষের ভিড়ও বাড়তে শুরু করে।
বিভিন্ন কাউন্টার থেকে বলা হচ্ছে, এবার চাকরিজীবীদের সবার আগ্রহ আগামী ২০ আগস্টের টিকিটের দিকে। আর ঢাকার স্কুল-কলেজগুলোর বেশিরভাগ ১৪ আগস্ট ক্লাস বন্ধ হয়ে যাবে। ১৫ তারিখ থাকবে সরকারি ছুটি। তাই ১৬ আগস্টের টিকিটের চাহিদাও বেশি।
এ বিষয়ে গাবতলী হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, চাকরজীবীরা ২০ আগস্ট রাতের টিকিট চাচ্ছেন বেশি। সবাই যদি একই তারিখের টিকিট চান, তবে তা পূরণ করা কঠিন। হানিফের কাউন্টারের টিকিট বিক্রেতা বাবু মিয়া জানান, আমাদের কাছে সব দিনেরই টিকিট পাওয়া যাচ্ছে। ২০ আগস্টের টিকিটের সংকট থাকলেও ঈদের আগের দিন ২১ তারিখের টিকিটের চাহিদা কম।
রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে ঘুরে দেখা গেছে, আগাম টিকিট বিক্রির জন্য প্রত্যেকটি পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিক্রি শুরু হয়েছে সকাল ৬টা থেকে। মালিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পরিবহনকে অনুরোধ জানানো হয়েছে, কোনোভাবেই যেন সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বেশি আদায় করা না হয়। এ ছাড়া পরিবহন সংশ্নিষ্টরা জানিয়েছেন, তাদের হাতে যতক্ষণ পর্যন্ত টিকিট থাকবে ততক্ষণ পর্যন্ত দেবেন।
ঈদুল আজহার ছুটি এবার ১৭ থেকে ২৫ আগস্ট পর্যন্ত হতে পারে। কারণ ১৭ ও ১৮ আগস্ট শুক্র ও শনিবার। ১৯ ও ২০ তারিখ মাঝে কর্মদিবস। সরকারের ঘোষণা অনুযায়ী ঈদ ২২ আগস্ট হলে ২১ থেকে ২৫ তারিখ টানা ছুটি। ১৯ ও ২০ তারিখের কর্মদিবসে কেউ যদি ছুটি নিতে পারেন, তবে তা নয় দিনের ছুটি হয়ে যাবে।