চিকিৎসককে জরিমানা করায় ইউএনওকে প্রত্যাহার

0

লকডাউনে বিধিনিষেধ ভঙ্গের দায়ে চট্টগ্রামের এক চিকিৎসককে জরিমানা করায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁদের ওএসডি নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডা. ফরহাদ কবির সাতকানিয়া পৌরসভার বেসরকারি আলফা হাসপাতালের পাশাপাশি নাছির ফার্মেসি ও মক্কা ফার্মেসিতে নিয়মিত রোগী দেখেন। লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার মক্কা ফার্মেসিতে ইমার্জেন্সি যাওয়ার পথে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের চেকপোস্টে তার গাড়ি থামানো হয়।

এরপর মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে ফরহাদকে ইউএনও’র কাছে নিয়ে যাওয়া হয়। ইউএনও ডা. ফরহাদের পরিচয় জানার পরেও তাকে জরিমানা করেন।

জরিমানা দিয়ে মুক্তি পেয়ে বিষয়টি নিয়ে ভুক্তভোগী চিকিৎসক ডা. ফরহাদ কবির শনিবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস পোস্ট করেন। স্ট্যাটাসে হেনস্তার শিকার হওয়ার ব্যাপার নিয়ে অভিযোগ করেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ দেখা যায়। তারপরেই ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি হলো।

উল্লেখ্য, কোভিড প্রতিরোধে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন কালীন সময়ে জরুরি সেবাদানকারী দপ্তর ও সংস্থা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস, যানবাহন, শপিংমল, দোকানপাট বন্ধ রাখা হয়েছে। তবে চিকিৎসক, গণমাধ্যমকর্মীসহ জরুরি সেবা-সংশ্লিষ্টরা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে বলে লকডাউনের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।