চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এরশাদ

0
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুরে প্রায় দুই সপ্তাহব্যাপী চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন।
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এরশাদ

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া জানান, দলীয় চেয়ারম্যান মঙ্গলবার সন্ধায় চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন।

গত ১৮ অক্টোবর চিকিৎসার জন্য পার্টি চেয়ারম্যান ঢাকা ত্যাগ করেন। পরদিন সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে এরশাদের সফল অস্ত্রোপচার হয়।

দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, তার সহধর্মিণী নাসরিন জাহান রত্না এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তার সহধর্মিণী মেহজুব্বুন্নেসা রহমান টুম্পা, সুনীল শুভ রায়, মেজর অব. খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, আমানত হোসেন আমানত সিঙ্গাপুরে এরশাদের সঙ্গে ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে