চীন সীমান্তে সবথেকে বড় এয়ারক্রাফট নামাল ভারতীয় বিমানবাহিনী

0
সি-১৭ গ্লোবমাস্টার

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে এবার চীন সীমান্তে ক্ষমতা প্রদর্শন করতে অরুণাচলে সবথেকে বড় এয়ারক্রাফট নামাল ভারতীয় বিমানবাহিনী। বুধবার সকালে অরুণাচল প্রদেশের তুতিং-এ অর্থাৎ চীন সীমান্তের গা ঘেঁষে অবতরণ করেছে সি-১৭ গ্লোবমাস্টার।
সি-১৭ গ্লোবমাস্টার
পাহাড়ি অঞ্চলে সরু উপত্যকায় অবতরণ করানো হয়েছে বিমানটিকে। বিমানবাহিনীর পক্ষ থেকে থেকে ট্যুইট করে পাইলটের দক্ষতার প্রশংসা জানানো হয়েছে।এ ব্যাপারে ভারতীয় বিমানবাহিনীর মুখপাত্র বলেছেন, তুতিং-এ অবতরণ খুবই কঠিন। কারণ, সেখানে রয়েছে উঁচু পাহাড় ও উপত্যকা খুবই সংকীর্ণ। কিন্তু পাইলটের দক্ষতা ও বিমানটি উৎকৃষ্টতার জন্যই সম্ভব হয়েছে। ’

এই অভিযান ছিল সামরিক শক্তি পরীক্ষার ক্ষেত্রে একটা বড়সড় কৌশলগত পদক্ষেপ। এই পরীক্ষামূলক অভিযানের সময় সি ১৭ গ্লোবমাস্টারে ছিল মোট ১৮ টন ওজন