চোখে মরিচের গুড়া ছিটিয়ে ব্যবসায়ীকে গলাকেটে খুন

0
ঠাকুরগাঁও Thakurgaon

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইসাহাক আলী (২৮) নামের এক ব্যবসায়ীর চোখে মরিচের গুড়া ছিটিয়ে গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইসাহাক আলী ওই ইউনিয়নের সাবেক মেম্বার আইয়ুব আলীর ভাই করনাই পশ্চিমপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। বিকাশ ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

স্থানীয়দের থেকে জানা যায়, জাবরহাট বাজারের ভাই ভাই ফটোস্ট্যাট, কম্পিউটার অ্যান্ড কসমেটিকসের স্বত্বাধিকারী ইসাহাক আলী প্রতিদিনের মতো সেদিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন দুর্বৃত্তরা পথরোধ করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেন। পরে তাকে গলাকেটে হত্যার পর টাকার ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।