চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী ধর্ষণের ঘটনায় ২জন গ্রেফতার

0
চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী ধর্ষণের ঘটনায় ২জন গ্রেফতার

বৃহস্পতিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের ২জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার উজিরপুর গ্রামের ওমর আলীর ছেলে আবদুল কাদের (২১) ও আবুল কাশমের ছেলে আবদুস ছাত্তার (২৩)।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, গত ২১ ও ২৫ জুলাই ১৫ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে চৌদ্দগ্রামের নোয়াপাড়া সোহাগ মাস্টারের বাড়িতে নিয়ে যেয়ে মাদক ব্যবসায়ী মো. হাসান (২২) ও তার দুই সহযোগী আবদুল কাদের ও আবদুস ছাত্তার মিলে পালাক্রমে ধর্ষণ করেন।

পরে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে রাতেই আবদুল কাদের ও আবদুস ছাত্তারকে গ্রেফতার করে থানা পুলিশ। এছাড়া মূল আসামি মো. হাসানকেরা এর আগেই গত ২৯ জুলাই ৯ কেজি গাঁজাসহ উপজেলার মিয়া বাজার থেকে আটক করে পুলিশ। বর্তামানে ওই আসামি কুমিল্লা কারাগারে রয়েছেন।

ওসি আরও জানান, গ্রেফতা্রকৃত ওই দুইজনকে শুক্রবার দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছেন।