চয়নিকা চৌধুরীকে ছেড়ে দিয়েছে ডিবি

0

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে আটক করা হয় জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-র হেফাজতে নেওয়ার পর প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় এই নির্মাতাকে।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, রিমান্ডে থাকা মডেল পিয়াসা, মৌ ও পরীমনিকে জিজ্ঞাসাবাদের সময় এদের কারও কাছ থেকে চয়নিকা চৌধুরীর নাম আসে। মূলত এই কারণে আটক করা হয় তাকে।

পরীমনির বিভিন্ন কর্মকান্ডে বরাবর পাশে ছিলেন চয়নিকা চৌধুরী। পরীমনি তাকে মম বলে সম্বোধন করেন। গত মাসে সাভারের বোট ক্লাবের ঘটনায় সরাসরি এই বিতর্কিত নায়িকার পক্ষ নেন চয়নিকা চৌধুরী।

ডিবি সূত্রে জানা যায়, চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তন্মধ্যে, তারকাদের মাঝে প্রেম করিয়ে দেওয়া, বিচ্ছেদে সহযোগিতা, মাদক সরবরাহ উল্লেখযোগ্য। ডিবি পুলিশ সেগুলো খতিয়ে দেখছে। প্রয়োজনে গ্রেফতার করা হবে।