ছাদে গাঁজা চাষ, শেষমেষ ধরা

0

অভিযান চালিয়ে মানিকগঞ্জে এক গাঁজা চাষি ও কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) মানিকগঞ্জ সিপিসি। সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

বুধবার র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ বিষয়টি নিশ্চিত করেন।

এ অভিযানে আটক আবু সাঈদ (৩২) সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার মীর আলীর ছেলে।

লে. কমান্ডার আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকায় অভিযান চালায়। র‌্যাবের করা অভিযানে বাসার ছাদ থেকে ৫২টি গাঁজার গাছসহ সাঈদকে আটক করা হয়।

তিনি আরো বলেন, অভিযুক্ত আবু সাঈদ বহুদিন যাবৎ নিজ বাসার ছাদে গাঁজা গাছের চাষ ও একইসাথে ব্যবসা করে আসছিল। সে এলাকার একজন পেশাদার মাদক কারবারি।