ছিনতাইকারীকে গ্রেফতার করেও ছেড়ে দেন এসআই

0

ছিনতাইকারী চক্রের সদস্য সুমন মিয়াকে (৩০) একবার ছেড়ে দিয়ে শনিবার রাতে আবারও গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সুমনের পরিচয় সে সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার সৈয়দ মিয়ার ছেলে।

কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের পরিবার পরিকল্পনা অফিসের সহকারী মালেকা বেগমের কাছ থেকে জানা যায়, যাত্রীদের কৌশলে সিএনজিচালতি আটোরিকশায় ওঠানোর পর তাদের কাছ থেকে টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিতেন সুমন ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি তাদের নামে থানায় মামলা করেন। এ ঘটনায় সুমনকে পুলিশ গ্রেফতার করেছিল বলেও জানান তিনি।

কিন্তু শনিবার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মালেকা বেগম একটি সিএনজি স্টেশনে সুমনকে আবারও দেখতে পেলে থানায় খবর দেন। ততক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।

তিনি আরো অভিযোগ করেন, সুমনকে গ্রেফতার করা হলেও কসবা থানা উপপরিদর্শক (এসআই) নুরে আলম তাকে ছেড়ে দেন।

এ বিষয়ে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া জানান, সুমনকে কারাগারে পাঠানো হয়েছে। তার সহযোগীদের ধরতে এবং ছিনতাই করা মালামাল উদ্ধারের জন্য আদালতের কাছে পাঁচদিনের রিমান্ডের আবেদনও করা হয়েছে। এছাড়া এসআই নুরে আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খুব দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।