ছুরিকাঘাতে আহত ড. জাফর ইকবালের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত করা গেছে

0
হামলাকারী

তার নাম ফজলুল রহমান। বিশ্ববিদ্যালয়ের পাশে কুমারগাঁওয়ের বাসিন্দা, সে মাদ্রাসার ছাত্র। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার বিকেলে ৫টার দিকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে পেছন দিক থেকে তার মাথায় আঘাত করা হয়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পর হামলাকারীকে আটক করেছে পুলিশ।
হামলাকারী
হামলার পর জাফর ইকবালকে আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হয়। সেখানে তাকে এক্সে ও সিটি স্ক্যান করা হয়। এদিকে ড. জাফর ইকবালকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে জাফর ইকবালের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

দেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক জাফর ইকবাল বর্তমানে শাবিপ্রবি’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।