যশোরে বেনাপোল রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে মঙ্গলবার অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্টেশনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) তবিবুর রহমান জানান, মরদেহ শনাক্তের জন্য নিহতের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে।