ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

0
ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছেলের লাঠির আঘাতে নুরুল ইসলাম (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে জয়নুল আবেদীনকে (১৯) আটক করেছে পুলিশ।

রবিবার রাত ১টার দিকে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত তৈমউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে জয়নুলের বিরোধ দেখা দেয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে দুইজনকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন নুরুল ইসলাম। এতে ছেলে ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে নুরুল ইসলামের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব বলেন, “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নুরুল ইসলামের স্ত্রী মামলা করেছেন।”
Attachments area