জঙ্গি হামলায় সোমালিয়ায় ২৭ সেনার প্রাণহানী

0
জঙ্গি হামলায় সোমালিয়ায় ২৭ সেনার প্রাণহানী

স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি সেনাঘাঁটিতে হামলা চালায় সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। এতে দেশটির ২৭ সেনা সদস্য প্রণি হারায়।

ওই সেনাঘাঁটি সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কিসমাইয়ো থেকে ৫০ কিলোমিটার দূরে ‘বার স্যাঙ্গুনি’ গ্রামে অবস্থিত।

এই দিকে আল-শাবাব জানিয়েছে, তাদের জঙ্গিরা প্রথমে সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলা চালায় এবং এর পর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে। এ সময় অন্তত ২৭ সেনা নিহত হন এবং অনেকে প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যান।

হামলার সত্যতা স্বীকার করে দেশটির সামরিক সূত্র এ বলেছে, হামলার পর অন্য স্থান থেকে আক্রান্ত সেনাঘাঁটিতে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে। তবে সোমালিয়া সরকার এখনও এ হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

বিগত ২০০৬ সাল থেকে সোমালিয়া সরকার উগ্র জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের মোকাবিলা করছে। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজধানী মোগাদিশু নিয়ন্ত্রণ করে এ জঙ্গিগোষ্ঠী।

এরপর ২০১১ সালে আফ্রিকান ইউনিয়নের সহযোগিতায় সোমালিয়া সরকার জঙ্গিদের রাজধানী ছাড়া করে। এর পর থেকে মোগাদিশুতে তুলনামূলক শান্তি ও নিরাপত্তা বিরাজ করছে।