আজ রবিবার দুপুরে সাভারে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের গুলিতে ৪ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন। গুলিবিদ্ধ ৪ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বিরুলিয়া কৃষিবিদ ওয়েষ্টভিউ হাউজিংয়ে।
জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিরুলিয়া কৃষিবিদ ওয়েষ্টভিউ হাউজিংয়ের গ্লোরিয়াস ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির পাশের জমিতে ওই এলাকার বোখারী নামে এক ভূমিদুস্য ১৫ শতাংশ জমির মালিকানা দাবী করে সেখানে সীমানা দিতে যায়। এ সময় সেখানে বাঁধা প্রদান করে স্থানীয় কৃষিবিদ হাউজিংয়ের নিরাপত্তাকর্মীরা। এতে কৃষিবিদ হাউজিংয়ের গ্লোরিয়াস ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির নিরাপত্তা কর্মীদের সাথে বোখারীর লোকজনদের সঙ্গে বাকবিতন্ডার ঘটনা ঘটে।
খবর পেয়ে বোখারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। বোখারী গ্রুপের সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে গুলি ছুড়লে ওই হাউজিং এর নিরাপত্তাকর্মী বিল্লাল, অনিক, আবু সাইদ ও বায়েজিদ নামে চারজন গুলিবিদ্ধ হয়। এছাড়াও হামলায় আহত হয় ৬ জন। পরে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক তারিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত বোখারীর বিরুদ্ধে অস্ত্র ও চোরইগাড়ীর ব্যবসাসহ এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।