আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হবে। ভূঞাপুরে শিক্ষার্থীদের কলেজে এসে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর ইবরাহীম খাঁ সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোন শিক্ষার্থী স্মার্টফোন ব্যবহার ও বহন করতে পারবে না।
কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহাম্মেদ জানান, ক্লাসের সময় শিক্ষার্থীরা স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করে। শিক্ষার্থীরা কলেজে এসে পড়াশুনায় মন না দিয়ে ফেসবুকের দিকে ধাবিত হচ্ছে। এতে করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।