জাহাজ কাত হয়ে নাবিক নিহত

0
চট্টগ্রাম Chittagong Chattogram

চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীতে ‘এফবি মাগফেরাত’ নামে একটি জাহাজ কাত হয়ে যায় এবং ভেতরে পড়ে যেয়ে আবদুর রশিদ (৫১) নামে এক নাবিক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে নদীর ইছানগর বাংলাবাজার ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।

তিনি জানান, আজ বিকেলে কর্ণফুলী নদীতে একটি জাহাজ কাত হয়ে গেলে ভেতরে এক নাবিক আটকা পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত চালাবো।