কক্সবাজার জেলার সদর উপজেলার খরুলিয়ায় বাঁকখালী নদীর পাড়ে কাজ করার সময় নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ এক শ্রমিক। মঙ্গলবার খরুলিয়া চেয়ারম্যান পাড়া এলাকার বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।
ওই শ্রমিকের নাম দেলোয়ার হোসেন (১৮)। তিনি সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ ইউসুফ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি নিখোঁজ হন। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুঁজেও দেলোয়ারকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।
নিখোঁজ দেলোয়ারের বাবা ইউসুফ গণমধ্যমকে বলেন, বাঁকখালী নদীর পাড় ভাঙন রক্ষায় সকাল থেকে জিও ব্যাগ বসানোর কাজ করছিলেন নিখোঁজ দেলোয়ারসহ কয়েকজন শ্রমিক। এ সময় নদীর দুপাড়ে পারাপারের জন্য নৌকার সঙ্গে একটি রশি বাঁধেন। দুপুর ২টার দিকে ওই রশি ধরে পারাপারের সময় আকস্মিকভাবে চার শ্রমিক নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পারলেও দেলেয়ার স্রোতে তলিয়ে যান।
শ্স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য নৌকা ও জাল ফেলে চেষ্টা চালান। তবে নদীতে প্রচুর স্রোত থাকায় তারা তাকে উদ্ধারে ব্যর্থ হন। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার জাহিদ চৌধুরীর নেতৃত্বে দুইজন ডুবুরিসহ ছয় সদস্যের একটি দল উদ্ধার তৎপরতা চালান। তবে তারাও ব্যর্থ হন। চট্টগ্রাম থেকে ডুবুরি এনে উদ্ধারের চেষ্টা চালানো হবে।