সোমবার বিকেল সোয়া ৩টার দিকে বরিশালের হিজলায় জীন ছাড়ানোর কথা বলে রাসেল ঘরামী (২৮) নামে এক ব্যক্তিকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতের পরিচয় সে ওই গ্রামের আলমগীর ঘরামীর ছেলে। হত্যার পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত দুই ফকির ইসমাইল শেখ ও ইমরান শেখকে আটক করেছে পুলিশ। তারা দুইজনই ওই উপজেলার গৌরবদী ইউনিয়নের বিছর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র হতে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্বজনদের সন্দেহ হয় তাকে জীনে ধরেছে। এ জন্যে বিকেলে ওই দুই ফকিরকে রাসেলদের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। এরপর ওই দুই ফকির স্বজনদের জানায় ওই বাড়িতে গিয়ে রাসেলকে জিনে ধরেছে।
পরবর্তীতে জিন ছাড়ানোর নামে তারা রাসেলের গলাটিপে ধরলে রাসেল নিস্তেজ হয়ে পড়ে। এরপর তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি রাসেলকে মৃত ঘোষণা করেন। রাসেলের মৃত্যুর খবর পেয়ে ততক্ষণাৎ ওই দুইজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার সাংবাদিকদের জানান, জিন ছাড়ানোর নামে ওই যুবককে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দুই ফকিরকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ দ্রুতই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।