জিয়াই বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড: এনামুল হক শামীম

0
এ কে এম এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, জিয়াউর রহমানই বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি। জিয়াউর রহমান কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশকে আইন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার বাধাগ্রস্ত করে প্রমাণ করেছেন, তিনি হত্যাকারীদের রক্ষাকারী ও এই হত্যার ষড়যন্ত্রের নেপথ্যের নায়ক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

জিয়া খুনিদের প্রশ্রয় দিয়েছেন উল্লেখ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রদূতসহ উচ্চ পদে অধিষ্ঠিত করে প্রমাণ করেছেন, তিনিই এই হত্যার মূল নায়ক। সেই পথ ধরে তার স্ত্রী খালেদা জিয়াও বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের নানাভাবে পুরস্কৃত করেছেন। এ দেশের মানুষ জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চায়।

আওয়ামী লীগ জনগনের দল জানিয়ে এনামুল হক শামীম আরও বলেন, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রের রাজনীতি করে না। জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নে রাজনীতি করে।

অনুষ্ঠানে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার প্রমুখ।