‘টিকা দেয়া শেষ হলে অল্প সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে’

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষার্থীদের কোভিড-১৯ থেকে সুরক্ষায় সরকার ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা নিয়েছে। ভ্যাকসিন প্রদানের কাজ শেষ হলেই অল্প সময়ের মধ্যে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের আয়োজনে ‘জাতি গঠনে শিক্ষার ভূমিকা: বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক ওয়েবিনারে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহার। এছাড়াও আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

ওয়েবমিনারে দীপু মনি আরো বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান চালুর মাধ্যমে কার্যক্রম চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার ১২ দিনের মাথায় টেলিভিশনের মাধ্যমে ক্লাস শুরু হয়েছে। অনলাইন শিক্ষা কার্যক্রমে আমাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে। হয়ত দেশে অনলাইনের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করতে আরও কয়েক বছর লেগে যেত কিন্তু কোভিড সংক্রমণের কারণে আমরা তা এখনই শুরু করে ফেলেছি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেকটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল তৈরি হচ্ছে। এখান থেকে প্রদান করা ডিগ্রির সার্টিফিকেটগুলো সমমানের প্রতিষ্ঠানে কাজে লাগানোর চেষ্টা চলছে। আইসিটি স্কিল, বিজ্ঞান শিক্ষা, ভাষার শিক্ষার প্রসার নিয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।