টিকা নিতে এসে মারধর খেয়ে টিকা না নিয়েই বাড়ি ফিরতে হলো …

0
টিকা নিতে এসে মারধর খেয়ে টিকা না নিয়েই বাড়ি ফিরতে হলো ...

শনিবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কোভিড-১৯ টিকাকেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটেছে। উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় ওই ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের সোহাগ (৩২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। জানা যায়, তিনি তার মাকে নিয়ে টিকা নিতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে ওই কেন্দ্রে সোহাগ ও তার মা টিকা নিতে গেলে সেখানে লাইনে দাঁড়ানোর সময়ে ফেলাবুনিয়া গ্রামের জুলহাস নামের এক ব্যক্তি তাদের বাধা দেন। এনিয়ে সোহাগ ও জুলহাসের মধ্যে ধাক্কাধাক্কি-হাতাহাতির এক পর্যায়ে জুলহাস তার আত্মীয়-স্বজনদের নিয়ে সোহাগকে মারধর করেন।

মারধরে আহত সোহাগ বলেন, ‘নিজের আত্মীয়-স্বজনরা যাতে আগে টিকা পায়, সেজন্য সে আমার আগে দাঁড়াতে চাইলে আমি তাকে বাধা দেই। ফলে সে আমাকে মারধর শুরু করে। পরে আমরা আর টিকা না দিয়েই ফিরে এসেছি।। এ নিয়ে আমি থানায় একটিই লিখিত অভিযোগ দিয়েছি।’

বড়বাইশদিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক ইলিয়াস মিয়া জানান, কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেনি। তবে কেন্দ্রের বাইরে একটু ঝামেলা হয়েছে বলে শুনেছেন তিনি।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মহিলাদের লাইনে দাঁড়াতে গেলে স্বেচ্ছাসেবকরা ওই ব্যক্তিকে বাঁধা ্দেয়। এসময়ে তার সাথে হাতাহাতি হয়। এ নিয়ে একজন থানায় এসে অভিযোগ দিয়েছে।