স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি মাসে এক কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনার সমালোচনা করে বিএনপি বলেছে, ভ্যাকসিন পাওয়ার নিশ্চয়তা ব্যতীত এ ধরনের ঘোষণা প্রতারণা ছাড়া কিছু নয়।
রোববার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব বলেন, সরকার এখন পর্যন্ত টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে দিতে পারেনি। টিকা প্রাপ্তির কোনো নিশ্চয়তা ছাড়াই প্রতি মাসে এক কোটি ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার, যা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। প্রতি মাসে এক কোটি ডোজ দেওয়ার জন্য টিকা প্রাপ্তির উৎস সরকার এখন পর্যন্ত জানাতে পারেনি।
তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর এসব উক্তি এখন হাস্যকর হয়ে উঠেছে। এগুলো যে ফাঁকা বুলি, এটা বুঝতে আর জনগণের কোনো বাকি নেই।’
দেশের বর্তমান করোনার মারাত্মক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সভা। তারা জানিয়েছে, বেশির ভাগ আক্রান্ত মানুষ পরীক্ষা করতে পারছে না সরকারের নীতি ও অব্যবস্থাপনার কারণে। মানুষ হাসপাতালে কোনো শয্যা, অক্সিজেন ও আইসিইউ পাচ্ছে না। এমনকি সরকারের বিন্দুমাত্র চেষ্টা নেই জেলা হাসপাতালগুলোর পরিস্থিতি উন্নত করার।
বিএনপি অভিযোগ করেছে আওয়ামী সরকার উদ্দেশ্যমূলকভাবে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার প্রকৃত চিত্র প্রদান করছে না জনগণের কাছে। এমনকি তথ্য লুকোতে হাসপাতালের ভেতর থেকে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বাধা-নিষেধ আরোপ করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের বেড়াজলে পড়ার ভয়ে সংবাদকর্মীরা প্রকৃত তথ্য তুলে ধরতে পারছেন না।
সভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।