টেকনাফ থেকে অস্ত্রসহ যুবক আটক

0
টেকনাফ থেকে অস্ত্রসহ যুবক আটক

সোমবার ভোরে কক্সবাজার জেলার টেকনাফ ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড়ের জুম্মাপাড়া থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

আটক দুই যুবক হলো কামাল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২০) ও কালামিয়ার ছেলে মো. ঈসমাইল (২৫)। তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালীর জুম্মাপাড়ার বাসিন্দা।

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি লম্বা বন্দুক ও চারটি একনলা বন্দুকসহ দুইজন যুবককে আটক করে র‍্যাব এছাড়াও সেখান থেকে আরও ৮-১০ জন পালিয়ে যায়।

র‌্যাব ১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান গণমাধ্যমে জানান, আটকদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।