টেলিস্কোপের সাহায্যে কাল পুরুষ বা অরায়ন নক্ষত্র মন্ডলে অবস্থিত অরায়ন নেবুলা দেখুন

0
অরায়ন নেবুলা দেখার আয়োজন

আগামী ২৩ ও ২৪ শে ফেব্রুয়ারী গাজীপুরের শফিপুরে বড়ই বাড়ি গ্রাম থেকে টেলিস্কোপের সাহায্যে কাল পুরুষ বা অরায়ন নক্ষত্র মন্ডলে অবস্থিত অরায়ন নেবুলা দেখার আয়োজন করা হয়েছে। পৃথিবী থেকে ১,২৪৪ আলোক বর্ষ দূরে এর অবস্থান।
 অরায়ন নেবুলা দেখার আয়োজন
২ দিন ব্যাপি এই ক্যাম্পে আরায়ন নেবুলা ছাড়াও টেলিস্কোপের সাহায্যে চাঁদ ও আন্যান্য নেবুলা ও স্টার ক্লাস্টার ও দেখানো হবে। প্রতি দিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ২:৩০ মি. পযর্ন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। টেলিস্কোপ দিয়ে আকাশ দেখার কৌশল সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে।

আগ্রহী ১৫ জন ব্যক্তি এই ক্যাম্পে অংশ গ্রহণ করতে পারবেন। অংশ গ্রহণকারী ব্যাক্তিদের জন্য বড়ই বাড়ি গ্রামে থাকা, খাওয়া ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হবে।

১৯ – ২২ শে ফেব্রুয়ারী পযর্ন্ত রেজিট্রেশন চলবে। রেজিট্রেশন ফি জন প্রতি ১২০০ টাকা। যাতায়াত নিজস্ব খরচে। ২৩ শে ফেব্রুয়ারী দুপুর ২ টায় মিরপুর ১০ নম্বর থেকে শফিপুর এর উদ্দেশ্যে যাত্রা শুরু হবে।

রেজিট্রেশনের ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন – ০১৬৭০১২৬৫৩৪