টোকিও অলিম্পিক পেয়ে গেছে প্রথম স্বর্ণজয়ীকে। পদকের মঞ্চে বাজলো চাইনিজ জাতীয়। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতলেন চীনের শ্যুটার ইয়াং কিয়ান। ফাইনাল রাউন্ডে হারালেন রাশিয়া ও সুইজারল্যান্ডের প্রতিদ্বন্দ্বীদের।
১০ মিটার এয়ার রাইফেলে বর্তমান নাম্বার ওয়ান এলেভেনিল বালারিবন কিংবা সাবেক এক নম্বর অপূর্বী চান্ডেলাদের পেছনে ফেলে স্বর্ণপদক গলায় ঝোলান কিয়ান। যেনতেন ভাবে নয়, গড়লেন অলিম্পিক রেকর্ড।
ফাইনালে ইয়াং কিয়ান অর্জন করেন ২৫১.৮ পয়েন্ট। শেষ শটে ৯.৮ স্কোর করেন কিয়ান। দ্বিতীয় হয়ে রুপা জেতা রাশান শ্যুটার আনাসতাসিয়া গ্যালাশিনার সংগ্রহ ২৫১.১ পয়েন্ট। তৃতীয় হওয়া সুইস প্রতিযোগী নিনা ক্রিসচেন জমান ২৩০.৬ পয়েন্ট।