টোকিও অলিম্পিক: মার্তার ইতিহাস, পেলের সাধুবাদ

0
টোকিও অলিম্পিক: মার্তার ইতিহাস, পেলের সাধুবাদ

জাপানের টোকিওতে অলিম্পিক গেমসের অফিশিয়াল পর্দা উঠবে আগামীকাল। তবে, ফুটবল শুরু হয়েছে একদিন আগে। প্রথম ম্যাচে চীনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল মহিলা সকার দল।

ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েন নারী ফুটবলের কিংবদন্তি মার্তা। মেয়েদের ফুটবলে ছয়বারের বিশ্বসেরা মার্তা একমাত্র খেলোয়াড় হিসেবে টানা পাঁচ অলিম্পিকে গোল করার নজির সৃষ্টি করেন।

মার্তার এমন অর্জনে তাকে সাধুবাদ জানান ফুটবলের কালো মানিক পেলে। তাকে উদ্দেশ্য করে লিখেন, ‘বিশ্বের অন্য প্রান্তে তুমি হয়ত এখন ঘুমাচ্ছো। যা করলে, তা অসাধারণ। তোমার অর্জনের জন্য সাধুবাদ। তুমি ফুটবলারের চেয়ে বেশি কিছু। যেসব মেয়েরা স্বপ্ন দেখে তাদের জন্য তুমি প্রেরণা’।

মার্তার অর্জনে ভর করে ব্রাজিল নারী দল স্বপ্ন বুনছে প্রথম অলিম্পিক স্বর্ণপদকের। ১৯৯৬ অলিম্পিকে প্রথমবার নারী ফুটবল ইভেন্ট যুক্ত হওয়ার পর এখনও সোনার মেডেলে চুমু খেতে পারেনি নারীরা। ২০১৬ সালে রিও অলিম্পিকে পুরুষরা প্রথমবার স্বর্ণের স্বাদ পায়।