দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পিকআপভ্যান চাপায় অটোভ্যানে থাকা চার পুণ্যার্থী নিহত হয়েছেন। এসমর আহত হয়েছে কমপক্ষে সাতজন।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী শিরাবারী গ্রামের রমানন্দ রায়ের ছেলে অমুল্য চন্দ্র রায় (৬০), একই এলাকার মৃত নিপু চন্দ্র রায়ের ছেলে হাবু রাম রায় (৬০), লক্ষী কান্ত রায়ের স্ত্রী রঙ্গিলা বালা রায় (৫৫) ও সুশীল চন্দ্র রায়ের স্ত্রী সুশীলা রানী রায় (৫০)।
দুর্ঘটনায় আহত গিরিশ চন্দ্র রায় জানান, দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাস পূর্ণিমার উৎসবে যোগ দিতে তারা নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে ২টি অটোভ্যানে ভোর রাতেই রওয়ানা হয়েছিলেন।
ভোর ৬টার দিকে তারা বীরগঞ্জ উপজেলার শালবন এলাকায় পৌঁছলে বিপরীতগামী মালবোঝাই একটি পিকআপভ্যান একে একে তাদের দুটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান দুটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ২ পুরুষ ও ২ নারী পুণ্যার্থী নিহত হয়। আহত হয় অপর সাত জন।
বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহমেদ জানান, আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার করে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান ওসি।