ট্রাক-ভটভটি সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

0
ট্রাক-ভটভটি সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

বুধবার দুপুর দেড়টায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের বালিয়াঘাট্টা এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ  তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

ট্রাক-ভটভটি সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নিহতরা হলেন- রাজশাহীর জেলার গোদাগাড়ি উপজেলার পাকড়ি ইউনিয়নের জয়ারামপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে আব্দুল করিম (৩৫), তার স্ত্রী শারমিন খাতুন (২০) ও বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম রবু (৫৫)।

গোদাগাড়ি থানার ওসি হিবজুল আলম মুন্সী জানান, বুধবার বেলা দেড়টার সময় গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুর এলাকার বালিয়াঘাট্টায় একটি ট্রাক-ভটভটি সংঘর্ষে ঘটনাস্থলে আব্দুল করিম মারা যান। গুরুতর আহত আব্দুল করিমের স্ত্রী শারমিন ও তার কন্যা সাদিয়া (৬) এবং শফিকুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারমিন মারা যান। গুরুতর আহত শফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

এদিকে সাদিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে