ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ৩৬৫১ টি মামলা!

0
ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ৩৬৫১ টি মামলা

গতকাল রবিবার রাজধানীতে ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৬৫১টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ৬৮টি মোটরসাইকেল। সূত্র: ডিএমপি নিউজ

জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪০৪টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১২টি ও বিভিন্ন স্টিকার ব্যবহার করার অভিযোগে ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তাছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১০৪০টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২৪৪টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৮০১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮ ভিডিও এবং ২১টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে রোববার বিকাল পর্যন্ত এসব মামলা করা হয়। ডিএমপি পরিচালিত এই ট্রাফিক সপ্তাহ ১১ আগস্ট পর্যন্ত চলবে।