ঠাকুরগাঁও শহরের আলোচিত স্কুল শিক্ষক শান্তনা রায় মিলি চক্রবতী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি নেতাসহ দুজনকে আটক করেছে সিআইডি।
বৃহস্পতিবার রাতে নিহত মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) আটক করা হয়েছে।মামলার তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
সিআইডির এই কর্মকতা আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জেলা শহরের কালিবাড়ি মোড় থেকে সোহাগকে আটকের পর মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে গ্রেফতার হন নিহত মিলির ছেলে রাহুল।
ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম এঘটনায় জানান, এ বিষয়টি এখন সিআইডির কাছে ন্যাস্ত করা হয়েছে। তারা মামলাটি তদন্ত করছেন। গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর লাশ উদ্ধার করে পুলিশ।