ডাটা সায়েন্টিস্টদেরও জব রোবটদের দখলে চলে যাবে যদি না তারা নিজেদের স্কিল আপগ্রেড করেন!

0
ডাটা সায়েন্স

✔ জব কম্পিটিশান ও গ্রোথ রেটঃ এক্সপার্টরা ভবিষ্যৎবাণী করেছেন আগামীতে ডাটা ও অ্যানালাইসিস সম্পর্কিত কাজের জন্য প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার নতুন জব সৃষ্টি হবে। এর কারণ হল নজিরবিহীনভাবে ডাটা সায়েন্সের জব বাড়ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডাটা সায়েন্সের জবে তেমন কোন প্রতিযোগিতা নেই। অনলাইনে-অফলাইনে, ভার্সিটি অথবা অন্যকোন শিক্ষা প্রতিষ্ঠানে ডাটা সায়েন্স নিয়ে এত এত কোর্স অফার করার পরও, এত এত শিক্ষার্থী এসব থেকে ডাটা সায়েন্স শেখার পরও, আগামী যুগে ডাটা সায়েন্সে প্রয়োজনের তুলনায় অনেক বেশী সংখ্যক কর্মী চলে আসবে, এমনটা হওয়া প্রায় অসম্ভব।
ডাটা সায়েন্স

✔ স্যালারি রেঞ্জ ও হায়ারিং পিরিয়ডঃ ডাটা সায়েন্টিস্টদের এভারেজ স্যালারি বছরে ৯৩,০০০ হাজার ডলার। একজন অ্যানালাইটিক্যাল ম্যানেজার হায়ার করতে গড়ে ৫৩ দিন সময় খরচ হয়, যেখানে এই ফিল্ডের অন্যান্য জবে হায়ার করতে প্রায় ৮ দিন সময় কম লাগে। তারমানে এটা কোন সিক্রেট নয় যে এই ফিল্ডে উপযুক্ত কর্মীর অভাব রয়েছে এবং এটাই সঠিক সময় এই সুযোগটাকে কাজে লাগানোর।

✔ ‘রোবট-প্রুফ’ জব কি নাঃ ‘দ্য গার্ডিয়ান’ সম্প্রতি নিউজ পাবলিশ করেছে যে আগামী ১০ বছরে ব্রিটেনে প্রায় ৪০ লাখ জব রোবটের অধীনে চলে যাবে। তাছাড়া জার্মানি ব্যাংকের সিইও জন ক্রায়ানের মতে, টেকনোলজি ব্যবহারের মাধ্যমে কাজের প্রক্রিয়াকে সহজীকরণ করতে যেয়ে অর্থনীতির বিভিন্ন নন-টেকনিক্যাল জব অনিবার্যভাবে ক্ষতিগ্রস্থ হবে। সেদিক থেকে চিন্তা করলে ডাটা সায়েন্সের জব তুলনামূলকভাবে নিরাপদ, কারণ সম্প্রতি এর কর্মীরা রোবট বা মেশিন দ্বারা প্রতিস্থাপিত হবে এমন সম্ভবনা খুবই কম।

✔ ‘বেকার’ ডাটা সায়েন্টিস্ট হয়ে বসে না থাকতে চাইলেঃ যেসব ডাটা সায়েন্টিস্ট নিজেদের সময়ের সাথে সাথে আপডেট করবেন না, তারা অচিরেই জবলেস হয়ে পড়বেন। সময়টা ১২-১৮ মাস, বলেছেন হার্ভার্ড বিজনেস স্কুল স্বীকৃত একজন সম্মানিত উদ্যোক্তা রুডিনা সেসেরি। তাহলে উপায়? ডাটা সায়েন্টিস্টদের স্কিল আপগ্রেড করতে হবে। অর্থাৎ মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসব ভালোভাবে শিখতে হবে। তাহলে জব হারানোর ভয় তো দূরের কথা, বিভিন্ন স্বনামধন্য ইন্টারন্যাশনাল কম্পানিগুলো আপনাকে হায়ার করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে!

লেখকঃ Ronal Fahad

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে