ডিআইইউ এর ইটিই এলামনাই হোমকামিং এন্ড রি-ইউনিয়ন অনুষ্ঠিত

0

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট এর এলামনাই এসোসিয়েশন এর হোমকামিং এন্ড রিইউনিয়ন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে গত ৮ ডিসেম্বর, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, আশুলিয়ায়।

এ উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলে ইটিই বিভাগের প্রাক্তন ছাত্র ছাত্রী ও বর্তমান শিক্ষক কর্মকর্তারা। আনন্দ, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সময় কাটান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ অনষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদেও মধ্যে পারস্পরিক সম্পর্কে সেতুবন্ধন রচিত হবে। পারস্পরিক মিথস্ক্রিযতার মাধ্যমে বিভাগের বর্তমান শিক্ষার্থীরা প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে পেশাগত জীবনে সহযোগিতা ও সহমর্মিতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ. কে. এম. ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে  আরো বক্তব্য রাখেন প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক মোঃ খায়রুল ইনাম, অলিও ওয়ারলেস ইন্টারনেট এর সিটিও মোঃ মিজানুর রহমান, ভয়েস টেল এর সিইও মোস্তফা হোসেন,  ইটিই এলামনাই এসোসিয়শন এর সভাপতি মোঃ শামীম আহমেদ ও  হোমকামিং এন্ড রিইউনিয়ন প্রোগ্রাম ২০১৭ এর আহ্বায়ক মিস তাসনুভা আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই বিভাগের লেকচারার সিরাজুম মুনিরা।

অনুষ্ঠানে পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের ৭ জন শিক্ষার্থীকে  ”ইটিই এক্সেলেন্স এওয়ার্ড ২০১৭” প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম ও বিভাগের কৃতি শিক্ষার্থী হাসান ইমাম রাজীবের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং হাসান ইমাম রাজীবের মায়ের হাতে বিভাগের শিক্ষার্থীদের একটি মানপত্র ও নগদ অর্থের চেক প্রদান করা হয়।

কিছু ছবিঃ

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে