২০১৮-১৯ অর্থবছরের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৩ হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ সম্মেলন কক্ষে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ এ বাজেট ঘোষণা করেন।
এর আগে গত অর্থবছর ডিএসসিসি’র বাজেট ছিল ৩ হাজার ৩৩৭ কোটি ৬৭ লাখ টাকা। সে তুলনায় এবার ২৬১ কোটি ৮ লাখ টাকা বেশি বাজেট রাখা হয়েছে। বাজেটে রাজস্ব বাবদ আয় প্রস্তাব করা হয়েছে ৯০৯ কোটি ৪২ লাখ টাকা। আর সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ২ হাজার ৫৫৮ কোটি ৪৮ লাখ টাকা।
জানা যায়, এবারের বাজেটে ধনি-গরিব সব নগরবাসীর জন্য বিনামূল্যে দাফন ও সৎকারের ব্যবস্থা রাখার পাশাপাশি পরিবারে অবহেলিত জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ডিএসসিসি এলাকায় একটি বৃদ্ধাশ্রম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, জন্ম নিবন্ধনসহ অন্যান্য সেবা কার্যক্রম অনলাইনভিত্তিক করতে জোরালো কার্যক্রম গ্রহণ করার সুপারিশ রয়েছে এই বাজেটে।
মেয়র বলেন, ঢাকা এখন উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া নগরী। অনেকেই আলোকিত এই সিটি দেখতে আসেন।