বইমেলাতে প্রকাশিত হয়েছে ডেভিড উডের ট্রেজার হান্টিং থ্রিলার ‘ডোরাডো’ অনুবাদ করেছেন মোঃ আফরানুল ইসলাম সিয়াম। এটি তার চতুর্থ অনুবাদ। প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন।
ডেভিড উড একজন একশন, এডভেঞ্চার এবং কল্পকাহিনী লেখক। তিনি ইন্টারন্যাশনাল থ্রিলার রাইটার্স-এর একজন সদস্য। পরিবার নিয়ে মেক্সিকোর সান্টা ফি’তে বসবাস করেন। টাই কন ডু-তে লাভ করেছেন দ্বিতীয় ডেন ব্ল্যাক বেল্ট।
ব্যক্তিগত জীবনে ডেভিড উড ইন্ডিয়ানা জোনস চলচ্চিত্র এবং পাল্প এডভেঞ্চার সিরিজের একনিষ্ঠ ভক্ত এবং অনুসারী। ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, পৌরাণিক ও ক্রিপটোজুলজির প্রতি রয়েছে অপরীসিম ভালোবাসা, তাঁর লেখাতেও ফুটে উঠে ওসবের ছাপ। ছুটি পেলেই ছুটে যান দেশ-বিদেশের নানা স্থান, ধ্বংসাবশেষ, পাহাড়-পর্বত ইত্যাদি স্থানে যেখানে রয়েছে ঐতিহাসিক নিদর্শন।
ড্যান ম্যাডেক এডভেঞ্চার সিরিজ, ঐতিহাসিক এডভেঞ্চার সিরিজ ইনটু দ্য উড, কিশোর থ্রিলার দ্য জোম্বি-ড্রাইভেন লাইফ ইত্যাদির রচয়িতা তিনি। ডেভিড ডিবোর্ড ছদ্মনামে অ্যাভসেন্ট গডস ফ্যান্টাসি সিরিজও লিখেছেন সেই সাথে।
লেখালেখির পাশাপাশি থ্রিলারকাস্টের কো-হোষ্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি, এই অনুষ্ঠানে থ্রিলার বই এবং লেখালেখি নিয়ে আলোচনা হয়।
এইবার ফিরে আসি বইয়ের আলোচনায়। বইয়ের মূল চরিত্র ড্যান ম্যাডক। প্রাক্তন নেভি সিল। বর্তমানে গুপ্তধন শিকারির পেশা বেছে নিয়েছে। সহযোগী হিসেবে সাথে রয়েছে একই সাথে প্রশিক্ষণপ্রাপ্ত উরিয়াহ বোনব্রেক। সে একজন আদিবাসী, অকুতোভয়, চরম সাহসী সৈনিক। একসাথে দুজন ঝাঁপ দেয় নানা বিপদে। দুজনের বন্ধুত্ব আপনাকে করবে শিহরিত, সেই সাথে রোমাঞ্চ জাগিয়ে তুলবে প্রতিটি অভিযান। তাহলে চলুন, ডুব দেওয়া যাক ওদের সাথে।
বইটির কাহিনি সংক্ষেপঃ
সলিল সমাধি হওয়া গুপ্তধন, প্রাচীন বাইবেলের নিদর্শন, মানবসভ্যতার প্রাচীনতম ইতিহাস . . .
উনিশ শতকে ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে ডুবে গিয়েছিল এক পর্তুগিজ জাহাজ, ডোরাডো। পবিত্র ভূমির মহামূল্যবান সম্পদ ছিল সেই জাহাজে। সুপ্রাচীন রহস্যের চাবিকাঠি হারিয়ে যাওয়া ওই নিদর্শনের একটি। কিন্তু কেউ একজন চায় না এই রহস্য আলোর মুখ দেখুক।
ডোরাডোর রহস্য উদঘাটন করতে গিয়ে কাইলিন ম্যাক্সওয়েলের পিতার ঘটে রহস্যজনক মৃত্যু। পিতার মৃত্যুরহস্য ভেদ করতে গুপ্তধন শিকারি প্রাক্তন নেভি সিল ডেন ম্যাডক এবং তার সহযোগী বিশালদেহি চেরোকী বোনস বোনব্রেককে নিয়োগ দেয় সে। জাহাজটি খুঁজে বের করতে অনুরোধ করে দু’জনকে, সেই সাথে সেই হারিয়ে যাওয়া বাইবেলের নিদর্শনটিও। তাহলে আবিষ্কৃত হবে এমন এক সত্য, যা নাড়িয়ে দিবে ধর্মের ভিত্তি। জবাব দেবে সেই আদি প্রশ্নের, যা মানব অস্তিত্বের মৌলিক সত্য।
তাই রহস্যের সমাধানে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে ডেন এবং বোনস উঠে এল প্রাচীন পাথুরে শহরে। বরাবরের মত চারপাশ থেকে ওদের জেঁকে ধরল বিপদ।
শঙ্কা এখন তাদের মনে, পারবে তো রহস্যের জাল ভেদ করতে? নাকি জাহাজটার মত সলিল সমাধি ঘটবে ওদেরও?
এক নজরে:
ডেন ম্যাডক সিরিজের প্রথম বই
ডোরাডো
ডেভিড উড
রূপান্তর: আফরানুল ইসলাম সিয়াম
প্রচ্ছদ: আদনান আহমেদ রিজন (মূল প্রচ্ছদ অবলম্বনে)
পৃষ্ঠা সংখ্যা: ২০৮
মূল্য: ২৮০ টাকা
প্রকাশনী: অন্বেষা প্রকাশন
প্রকাশকাল: অমর ২১শে গ্রন্থমেলা, ২০১৮
প্যাভিলিয়ন নং – ২২