ঢাকার কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে খুন করল ভাতিজা

0

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে পশ্চিম রোহিতপুরে ওই হামলায় নিহত বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আলী (৬৬) এর মেয়ে মৌসুমী(২১) আহত হয়েছেন বলে পুলিশ জানায়। আহত মৌসুমীকে রাজধানীর স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রমজানুল হক জানান, মোজাফ্ফরের সঙ্গে তার ভাতিজা ঠান্ডু মিয়ার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ কারণে ঠান্ডুরা জমি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছিল।

পরবর্তীতে এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় চাচার বাড়ি আসে ঠান্ডু। এ সময় আগের বিষয় নিয়ে কথা উঠলে তাদের মধ্য বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ঠান্ডু চাচার পেটে ছুরিকাঘাত করে। ওই সময় চাচাত বোন মৌসুমী তাকে বাধা দিয়ে তার পেটেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঠান্ডু।

রমজানুল জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোজাফ্ফরকে মৃত ঘোষণা করেন। পরে আহত মৌসুমীকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, “এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গভীর রাতে থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে ঠান্ডু পলাতক রয়েছেন। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।”