ঢাকা সিটির প্রচার সামগ্রী ১ সপ্তাহের মধ্যে সরাতে নির্দেশ

0
ঢাকা সিটির প্রচার সামগ্রী ১ সপ্তাহের মধ্যে সরাতে নির্দেশ

প্রার্থীদের পোস্টার, বিলবোর্ড, তোরণ, দেওয়াল লিখনসহ সব ধরনের প্রচার সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা সিটির প্রচার সামগ্রী ১ সপ্তাহের মধ্যে সরাতে নির্দেশ

৬ জানুয়ারির মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটির সব প্রচার সামগ্রী সরিয়ে ফেলার জন্য ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রোববার চিঠি পাঠিয়েছে ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহম্মদ খান।

তবে সংশ্নিষ্ট ব্যক্তিকে প্রচার সামগ্রী সরাতে হবে নিজ উদ্যোগে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এসব প্রচার সামগ্রী সরিয়ে নিতে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার বিভাগীয় কমিশনারকে চিঠিতে বলা হয়েছে।

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য পদে এবং উত্তর ও দক্ষিণ সিটিতে নবগঠিত ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলের ভোট আয়োজনের উদ্যোগ নিয়েছে কমিশন।

আগামী সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন দেওয়ালে সম্ভাব্য প্রার্থীরা নগরবাসীকে ইংরেজি নববর্ষসহ বিভিন্ন ইস্যুতে শুভেচ্ছা জানিয়ে প্রচারে নেমেছে।

বিভাগীয় কমিশনারকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রাথমিকভাবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের যে কোনো দিন ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন।

তাই তফসিল ঘোষণার আগেই উত্তর সিটি করপোরেশনের সম্পূর্ণ এলাকা এবং দক্ষিণের নতুন ১৮টি ওয়ার্ডের আগাম প্রচার সামগ্রী ৬ জানুয়ারি রাত ১২টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে অপসারণ করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে