আজ বুধবার নীলফামারীর সৈয়দপুরের জসিম বাজার এলাকার একটি বাসা থেকে তরুণ-তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সকালে ওই এলাকার ডা. তৈাফিক হাসান ইমামের ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ওই বাসা ভাড়া নেন শিবলী সাদিক নামে পেট্রল পাম্পের এক কর্মচারী। বুধবার ভোরে দুর্বৃত্তরা ওই বাসায় ঢুকে বহিরাগত তরুণ-তরুণীকে গলাকেটে হত্যা করে। এ ঘটনার পর শিবলী সাদিক পরিবার নিয়ে পালিয়েছেন। মেয়েটির লাশ ঘরের মধ্যে কম্বলে ঢাকা ছিল। আর ছেলেটির লাশ বাড়ির উঠানে পড়ে ছিল।
পুলিশ সুপার জাকির হোসেন খাঁন সাংবাদিকদের জানান, মূলত অসামাজিক কর্মকাণ্ডের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। ভাড়া বাসায় কিভাবে বহিরাগত তরুণ-তরুণী আসলো এবং কেন এই হত্যাকাণ্ড ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত তরুণ-তরুণীর পরিচয় জানা যায়নি।