তিন দালালের সাথে ২৬ রোহিঙ্গা আটক

0
তিন দালালের সাথে ২৬ রোহিঙ্গা আটক

ভাসানচর এলাকা থেকে পালানোর পর তিন দালালের সাথে ২৬ রোহিঙ্গাকে স্বর্ণদ্বীপ থেকে আটক করেছে কোস্টগার্ড।

রোহিঙ্গা বোঝাই নৌকাটি শুক্রবার দুপুর ১টায় ভাসানচর বিআইডব্লিউটি পন্টুনে নিয়ে আসা হয়।

আটক তিন দালাল হাতিয়ার চরগাসিয়ার চৌধুরী গ্রামের অচি আলমের ছেলে নৌকার মাঝি মো. হানিফ (৩০), হাতিয়ার রেহেনীয়া গ্রামের মৃত আমীন উল্যাহর ছেলে মো. শামীম (২৭) ও চরগাসিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. শামীম (১৫)।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় ভাসানচর রোহিঙ্গা বাজারের পেছন দিয়ে দালালের সহায়তায় একটি কাঠের নৌকা করে তারা পালিয়ে যাওয়ার সময় গভীর রাতে জাইজ্যারচর প্রকাশ স্বর্ণদ্বীপের দক্ষিণ পাশে চরে তাদের নৌকাটি আটকে যায়। পরে স্থানীয় জেলেদের মাধ্যমে বিষয়টি কোস্টগার্ডে জানানো হয়।

অপরদিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।