তিন সিটি কর্পোরেশন নির্বাচনেই আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে : জয়

0
তিন সিটি কর্পোরেশন নির্বাচনেই আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে

বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিজয় দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগবিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়।

নিজের ফেসবুক পেজে তিনি জানিয়েছেন, তার নিয়োজিত একটি গবেষণা দলের জনমত জরিপে তিন সিটি কর্পোরেশন নির্বাচনেই আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে রয়েছেন।

এই ৩ সিটির ভোটারদের ওপর চলতি জুলাইজুড়ে এ গবেষণা চালিয়েছে রিসার্চ ডেভলপমেন্ট সেন্টার(আরডিসি)।

আরডিসির সঙ্গে গত পাঁচ বছর ধরে আমাদের জনমত জরিপ চালিয়ে আসছি। গবেষণায় তদের পদ্ধতি ও ফল সঠিক বলেই পেয়েছে বলে জানান তিনি।

সজিব ওয়াজেদ জয় বলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি বরিশাল ও রাজশাহীতে আওয়ামী লীগের ভূমিধ্বস বিজয় হবে। সিলেটে আমরা সামান্য এগিয়ে, জয়ী হবেনই এমনটা বলা মুশকিল।

জরিপের ফল এখানে দেয়া হল-

বরিশাল

সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ (আওয়ামী লীগ-৪৪.০%

মুজিবুর রহমান সরোয়ার (বিএনপি)-১৩.১%

অন্যান্য প্রার্থী-০.৮%

সিদ্ধান্তহীন-২৩.৫%

জবাব দিতে অস্বীকার করেছেন-১৫.৯%
এক হাজার দুইশ ৪১জন নিবন্ধিত ভোটারের ওপর এ জরিপ পরিচালিত হয়েছে।

রাজশাহী

খাইরুজ্জামান লিটন(আওয়ামী লীগ)-৫৮.০%

মোসাদ্দেক হোসেন বুলবুল(বিএনপি)-১৬.৪%

অন্যান্য প্রার্থী-০৯%

সিদ্ধান্তহীন-১২.৩%

জবাব দিতে অস্বীকার-৯.৬%

একহাজার দুই ৯৪জন ভোটারের ওপর এ জরিপ চালানো হয়

সিলেট

বদর উদ্দিন আহমেদ কামরান(আওয়ামী লীগ)-৩৩.০%

আরিফুল হক চৌধুরী (বিএনপি)-২৮.১%

অন্যান্য প্রার্থী-১.৩%

সিদ্ধান্তহীন-২৩.০%

জবাব দিতে অস্বীকার-১২.৬%

একহাজার একশ ৯৬ জনের ওপর এ জরিপ চালানো হয়।

২০১১ সালের আদমশুমারির বয়স বিভাজন ও সিটি কর্পোরেশনগুলোর ভোটার তালিকার ভিত্তিতে বরিশাল, রাজশাহী ও সিলেট শহরে জরিপ পরিচালনা করা হয়েছে। নির্বাচন কমিশনের ভোটার নিবন্ধের তালিকায় থাকা ঠিকানা ধরে জরিপে অংশগ্রহণকারী নির্বাচন করা হয়।

সিটি কর্পোরেশনের ভোটার তালিকায় যাদের নাম তাদেরকেই কেবল জরিপে প্রশ্ন করা হয়েছে। এতে মার্জিন অফ এরর হতে পারে প্রায় +/-২.৫%।