ত্রাণ দিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে খালেদা জিয়া

0
ত্রাণ দিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে খালেদা জিয়া

আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ দিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উখিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার বেলা সোয়া ১২টার দিকে নগরীর সার্কিট হাউজ থেকে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন তিনি।

ত্রাণ দিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে খালেদা জিয়া

খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার ঢাকা থেকে রওনা হয়ে ফেনীতে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে রাত ১০টার দিকে চট্টগাম সার্কিট হাউজে পৌঁছে সেখানে রাত্রি যাপন করেন তিনি।

বিএনপির মিডিয়া উইংয়ের আরেক কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, কক্সবাজারের উদ্দেশে যাওয়ার জন্য বিএনপির চট্টগ্রাম শাখার অনেকেই গাড়িবহরে যোগ দেবেন। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদু্ল্লাহ আল নোমানসহ নগরীর অনেকেই থাকবেন।

এছাড়াও খালেদা জিয়ার সঙ্গে ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও গাড়িবহরে আছেন।

এদিকে, খালেদা জিয়ার গাড়িবহরের কারণে শনিবার রাতের মতো রবিবারেও নগরীতে যানজটের সৃষ্টি হয়েছে। বিকাল চারটা থেকে সাড়ে চারটা নাগাদ কক্সবাজার পৌঁছাবেন খালেদা জিয়া। সেখানে সার্কিট হাউজে আজ রাত্রি যাপন করবেন তিনি। আগামীকাল সোমবার উখিয়ায় ত্রাণ বিতরণ করার কথা রয়েছে তার।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে