ত্রাণ বিতরণে সেনা মোতায়েনের দাবি আইনজীবী সমিতির

0

রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সুষ্ঠু, সুন্দর, সমান হারে ত্রাণ বিতরণের জন্য অবিলম্বে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

ত্রাণ বিতরণে সেনা মোতায়েনের দাবি

আজ রোববার সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন আইনজীবীদের শীর্ষ সংগঠনটির নেতারা।

আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা হচ্ছে দাবি করে লিখিত বক্তব্যে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “শুধুমাত্র মানবিক কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশ ত্রাণ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।

কিন্তু ত্রাণ কার্যক্রমে সুষ্ঠু সমন্বয়ের অভাবে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গা খাবার পাচ্ছে না। ত্রাণ বিতরণে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। তাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মনে করে ত্রাণ সুষ্ঠ ও সমহারে বণ্টনের জন্য রোহিঙ্গা শিবিরগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা দরকার।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চৌকিতে হামলার ঘটনার পর থেকে প্রায় চার লাখ রোহিঙ্গা পালিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আশ্রয় নেয়। এরপর বিভিন্ন দেশ থেকে ত্রাণ এলেও বিপুল সংখ্যাক শরণার্থীর সবাইকে ত্রাণের আওতায় আনা সম্ভব হয়নি বলে গত বৃহস্পতিবার কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানিয়েছিলেন।

লাখ লাখ রোহিঙ্গা বিভিন্ন সড়ক আর পাহাড়ে ছড়িয়ে পড়ায় তাদের জরুরি সহায়তা পৌঁছে দিতে হিমশিম খেতে হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মীদের। বিচ্ছিন্নভাবে স্থানীয়দের দেওয়া খাবার আর কাপড় ছাড়া এই শরণার্থীদের জন্য সংগঠিতভাবে তেমন কোনো ত্রাণ তৎপরতাও এখনও শুরু করা যায়নি। জাতিসংঘ আগেই রোহিঙ্গাদের জন্য সাত কোটি ৭০ লাখ ডলারের সহায়তার আবেদন জানিয়ে রেখেছে। কিন্তু রোহিঙ্গাদের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে তা যথেষ্ট হবে বলে ত্রাণকর্মীরা মনে করছেন না।

পর্যাপ্ত সহায়তা পাওয়া গেলেও শরণার্থীদের জন্য অবকাঠামো ও ত্রাণ বিতরণের সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে সাহায্যের ওই অর্থ ব্যয় করা কঠিন হবে বলে মনে করছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)। সেনাবাহিনী মোতায়েন করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করলে ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফিরে আসবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও মনে করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি মো. অজিউল্লাহ, কোষাধক্ষ্য রফিকুল ইসলাম হিরো, সিনিয়র সহ-সম্পাদক শামীমা সুলতানা দীপ্তি, কার্যনির্বাহী সদস্য কুমার দেবুল দে প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে