থাইল্যান্ডের গুহা কাহিনী নিয়ে থ্রিলার মুভি নির্মাণ করবে হলিউড

0
থাইল্যান্ডের গুহা কাহিনী নিয়ে থ্রিলার মুভি নির্মাণ করবে হলিউড

স্থানীয় ফুটবল দল মো পা (ওয়াইল্ড বোয়ার্স) জলমগ্ন গুহায় দীর্ঘ বন্দিদশা ও শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান এখন পুরো বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হলিউডের থ্রিলার চলচ্চিত্র নির্মাণের তোড়জোড়ও শুরু হয়ে গেছে।

ইতিমধ্যে দুই মার্কিন হলিউড প্রযোজক থাইল্যান্ডের থাম লুয়াং গুহা এলাকায় চলে এসেছেন বলে এপি ও বিবিসির খবরে জানায়।

৩ দিনের অভিযানে সংকীর্ণ ও কণ্টকাকীর্ণ গুহার চার কিলোমিটার দূরে উঁচু একটি স্থানে আটকে পড়া এই কিশোর ফুটবল দলের সবাইকে উদ্ধার করা হয়েছে। থাইল্যান্ডে শ্বাসরুদ্ধকর এ উদ্ধার অভিযান চলাকালে সোমবার দেশটিতে হাজির হয়েছেন হলিউডের দুই চলচ্চিত্র প্রযোজক। কারণ তাদের হাতে অপচয় করার মতো সময় নেই।

কর্তৃপক্ষের অনুমতি মিললে গুহায় নির্ঘুম, বিদঘুটে ও অন্ধকারে বন্দিদশা থেকে মুক্তির রোমহর্ষক কাহিনীনির্ভর চলচ্চিত্র নির্মাণে নেমে পড়বেন তারা।

বার্তাসংস্থা এপি বলছে, মার্কিন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান পিওর ফ্লিক্স তাদের অংশীদার মাইকেল স্কট ও সহ-প্রযোজক অ্যাডাম স্মিথকে থাম লুয়াং গুহা এলাকায় পাঠিয়েছে। এরই মধ্যে তারা একটি সম্ভাব্য চলচ্চিত্র প্রকল্প নিয়ে প্রাক-সাক্ষাৎকারও গ্রহণ করেছেন।