দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

0
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চয়ন আহমদ(৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম লিলু মিয়া৷

পরিবার সূত্রে জানা যায়, রবিবার আফ্রিকার স্থানীয় সময় বিকাল ৪টায় কাজের জন্য বাসা থেকে বের হয়ে গাড়িতে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের বিপরীত দিক আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চয়ন মৃত্যুবরণ করেন। চয়নের সাথে আফ্রিকার আরও দুজন নাগরিকও মারা যান।

চয়নের বড়ভাই লিটন আহমদ গণমাধ্যমকে জানান, রোববার রাত সাড়ে ৮টায় আফ্রিকায় থাকা আমাদের ছোটভাই রেজান আহমদ ফোন দিয়ে চয়নের মৃত্যুর খবর পরিবারকে জানায়। মৃত্যুর খবর পাওয়ায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।