দক্ষিন কোরিয়ার আলোচনা প্রস্তাব কপটতাঃ উত্তর কোরিয়া

0

দক্ষিন কোরিয়ার আলোচনা প্রস্তাবকে কপটতা বলে বাতিল করে দিয়েছে উত্তর কোরিয়া।

গত রবিবার ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান এর রিজিওনাল সম্মেলনে দক্ষিন কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কং কিয়ং ওয়া উত্তর কোরিয়ার রি ইয়ং হো কে এই আলোচনা প্রস্তাব দেন।

দক্ষিন কোরিয়ার আলোচনা প্রস্তাব কপটতাঃ উত্তর কোরিয়া

উত্তর কোরীয় রাষ্ট্রীয় মিডিয়া পরে এক বিবৃতিতে এই জানায়, যুক্তরাষ্ট্র থেকে হুমকি পাওয়ার পর তাদের পারমানবিক অস্ত্রের কার্য্যক্রম নিয়ে আলোচনার কিছু নেই। একই সাথে তারা গত শনিবার জাতিসঙ্ঘের আরোপিত নিষেধাজ্ঞাকেও প্রত্যাখ্যান করেছে বলে জানায়।

রাষ্ট্রীয় সংবাদ এজেন্সী কেসিএনএ জানায়, নিষেধাজ্ঞাটিতে তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের হিংস্র লঙ্ঘন হয়েছে।

গত শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞাটি অনুমোদিত হয়।

দক্ষিন কোরিয়ার প্রচার মাধ্যম জানায়, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ানের এক ডিনার অনুষ্ঠানে মিস কং এবং মিঃ মি একই সাথে অংশগ্রহন করেন। এবং একটি অনির্ধারিত ও আনফিশিয়াল আলোচনায় অংশ নেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রকজন কর্মকর্তা এই আলোচনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে