দালালের খপ্পরে ক্যাম্প ছেড়ে পালানো ৯ রোহিঙ্গা আটক

0

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৭ জন একই পরিবারের সদস্য।


বুধবার (২৮ জুলাই) রাতে উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর কাছুর মোড় থেকে তাদেরকে আটক করেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সাবিকা খাতুন (৫০), আছমিরা (১৮), নাদিম (১৫), রিয়াজ (১০) তাছমিরা (৭), রুমাজান (৫), ইসমাইল (৩)। অপর দুইজন হলেন টেংরাখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ফাইয়া সালাব (২৭) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর ইসমাইল হোসেন (১৮)।

সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে তৎপরতা চালানোর সময় একটি অটোরিকশায় কিছু লোক গাদাগাদি করে যেতে দেখা যায়। অটোরিকশা থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বলে, সলিম নামের এক ব্যক্তির মধ্যস্থততায় ভারত যাওয়ার উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প পালিয়ে এসেছে তারা। পরে তাদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভুরুঙ্গামারী থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, আটক রোহিঙ্গাদের থানায় হেফাজতে রাখা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।