দিনাজপুর জেলা কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমানুল ইসলাম (৪৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০টায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ জুলাই দিনাজপুর জেলা কারাগারে হার্টঅ্যাটাক করেন তিনি। এরপর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।
নিহত আমানুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মহররমপুর গ্রামের মৃত মোকাররম হোসেনের ছেলে।
দিনাজপুরের জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, “অর্থ সংক্রান্ত মামলায় আদালত থেকে এক বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি। গত জুনের প্রথম থেকে তিনি কারাগারে ছিলেন। ২৯ জুলাই কারাগারে হার্টঅ্যাটাক করলে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
তিনি আরও বলেন, রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।