দীর্ঘ ১৮ মাস পর খুলছে খুলনার ৭ পার্ক

0
দীর্ঘ ১৮ মাস পর খুলছে খুলনার ৭ পার্ক

১৮ মাস পর স্বাস্থ্যবিধি মেনে খুলছে খুলনা মহানগরীর মোট ৭টি পার্ক।

স্কুল কলেজ খোলার পর খুলনা সিটি করপোরেশন কর্তৃপক্ষ পার্কগুলোকে খুলে দেওয়ার ঘোষণা দেয়।

বুধবার খুলনা সিটি করপোরেশনের এস্টেট অফিসার মো. নুরুজ্জামান তালুকদার গণমাধ্যমকে জানান, নগরীতে কেসিসি নিয়ন্ত্রিত মোট ৭টি পার্ক রয়েছে। যার মধ্যে গল্লামারী লিনিয়ার পার্ক কয়েক দিন আগে খুলে দেওয়া হয়েছে। খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ভেতরে কাজ করার জন্য আপাতাত সেটি বন্ধ থাকবে। তবে বাকি শহীদ হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, সোলার পার্ক, নিরালা পার্ক ও গোলকমনি পার্ক দীর্ঘ ১৮ মাস পর বৃহস্পতিবার সকাল থেকে খুলে দেওয়া হবে।

জাতিসংঘ শিশু পার্ক পরিবেশ উন্নয়ন কমিটির এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে জনগনকে পার্কে আসতে হবে।

উল্লেখ্য যে, ২০২০ সালের ১৯ মার্চ থেকে নগরীর ৭টি পার্কে জনসমাগম নিষিদ্ধ করে নগর সংস্থা । তখন থেকে পার্কগুলো বন্ধ অবস্থায় ছিল।