গাজীপুরে যে ৬ টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে এর মধ্যে ঘোষিত ২ কেন্দ্রেই আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম জয়ী হয়েছেন।
এরআগে মঙ্গলবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা চারটায়। নির্বাচনে মোট ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে নয়টি ভোট কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
ইভিএমে ভোট গ্রহণ যে ৬ কেন্দ্রে হয় এর মধ্যে গাজীপুর শহরের রানী বিলাসমিন সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১ ও ২ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিদ্যালয়ের ১ কেন্দ্রটি ছিল পুরুষ ভোটারদের। সেখানে ৬১২ ভোট পান আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির হাসান উদ্দিন সরকার পান ২১৫। এই বিদ্যালয়ের দ্বিতীয় কেন্দ্রটি ছিল নারী ভোটারদের । এখানে নৌকা প্রতীক পায় ৬৫৫ আর ধানের শীষ ২৯৬।