দুই দিনেও খোঁজ মিললো না বৃষ্টির পানিতে ভেসে যাওয়া সেই ব্যবসায়ীর

0
দুই দিনেও খোঁজ মিললো না বৃষ্টির পানিতে ভেসে যাওয়া সেই ব্যবসায়ীর

চট্টগ্রামে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা নালায় পড়ে নিখোঁজ হওয়ার দুদিন পার হয়ে গেলেও ব্যবসায়ী সালেহ আহমদের (৫০) কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দিনভর ওই নালার বিভিন্ন স্থানে এ উদ্ধার অভিযান পরিচালনা করার পর সন্ধ্যায় তা স্থগিত করা হয়।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা এনামুল হক জানান, দিনভর আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের ছয় সদস্য ও ডুবুরি টিমের ছয় সদস্যসহ মোট ১২ জন এই উদ্ধার অভিযানে অংশ নেন। পরে সন্ধ্যা ৭টার দিকে তারা আবারও এই উদ্ধার অভিযান স্থগিত করেন। তবে তারা এ বিষয়ে তৎপর রয়েছেন। আর তাই কোথাও কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে টিম পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে বুধবার সকালে চট্টগ্রামের ব্যবসায়ী সালেহ আহমদ ফটিকছড়ি মাইজভান্ডারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বাসে ওঠার জন্য নগরের মুরাদপুর মোড়ে দাঁড়ান। এরপরে বেলা ১১টার দিকে তিনি হাঁটতে গিয়ে মোড়ের নালায় পড়ে যান এবং পড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টির পানির তীব্র স্রোতে তিনি ভেসে যান। এরপর থেকে তাকে আর খু্ঁজে পাওয়া যায়নি। তিনি চকবাজার এলাকার একজন তরকারির ব্যবসায়ী।